পদ্ম শিবিরে ভাঙন : বাঁকুড়ার বড়জোড়ায় জোড়াফুলে যোগ ৫০ পরিবারের

7th June 2020 বাঁকুড়া
পদ্ম শিবিরে ভাঙন : বাঁকুড়ার বড়জোড়ায় জোড়াফুলে যোগ ৫০ পরিবারের


তৌসিফ আহমেদ ( ইন্দাস ) :  লকডাউনের মধ্যেই বিজেপি- তৃণমূল এই দুই দলের দলবদলের লড়াই জারি। এবার বিজেপি কে ছাপিয়ে দলবদলে বাজী জিতল তৃণমূল কংগ্রেস। বড়জোড়া ব্লকের ছাঁদার অঞ্চলের  এলাকার স্থানীয় বিজেপি নেতা অজয় ঘোষের  অনুগামী ৫০ টি পরিবারের কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরলেন। এদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তৃণমূলে আনুষ্ঠানিক যোগদান পর্ব সারেন  যুব তৃণমূল নেতা তথা বিষ্ণুপুর সাংগঠনিক যুব সভাপতি রাজীব ঘোষাল ৷ এদিন বেলিয়াতোড়ে  যুব তৃনমুল অফিসে যোগদান পর্বটি অনুষ্ঠিত হয় । বিজেপি ছেড়ে সদ্য তৃনমুলে যোগ দেওয়া অজয় ঘোষ জানান বিজেপি ভারত জ্বালানো পাটি । এই পাটিতে থাকলে আমরা বাংলাকে বাঁচাতে পারবো না ৷ তাই আমরা মমতা ব‍্যানার্জী র  আদর্শে অনুপ্রানিত হয়ে তৃনমুল কংগ্রেসে যোগদান করলাম ৷





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।